kalerkantho


৩২ লাখ টাকার জাল নোটসহ ৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   

২১ জুলাই, ২০১৮ ০০:০০রাজধানীর কল্যাণপুরে গত বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ৩২ লাখ টাকার জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি পশ্চিম)। গ্রেপ্তারকৃতরা হলো জসিম মোড়ল, আব্দুল জলিল, শ্রী সাগর ওরফে রিপন দাশ ও জালাল উদ্দিন।

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মাসুদুর রহমান জানান,  বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে মিরপুর থানাধীন কল্যাণপুর বাসস্ট্যান্ডে অভিযান চালায় ডিবি-পশ্চিমের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম। অভিযানকালে কল্যাণপুর বাসস্ট্যান্ডের মোক্তার হোসেনের চায়ের দোকানের সামনে থেকে জাল টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩২ লাখ টাকা মূল্যের জাল টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা প্রায় পাঁচ-ছয় বছর ধরে পরস্পর যোগসাজশে বাংলাদেশি জাল নোটসহ বিভিন্ন দেশের জাল মুদ্রা তৈরি ও বাজারজাত করে আসছে।মন্তব্য