kalerkantho


ময়মনসিংহে শুরু হলো মৎস্য প্রযুক্তি মেলা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

২১ জুলাই, ২০১৮ ০০:০০জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের স্বাদু পানি কেন্দ্র ময়মনসিংহের সার্কিট হাউস প্রাঙ্গণে ২০-২৪ জুলাই মৎস্য প্রযুক্তি মেলার আয়োজন করেছে। গতকাল শুক্রবার ইনস্টিটিউটের সদর দপ্তরের অডিটরিয়ামে এ মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রাণালয়ের যুগ্ম সচিব অসীম কুমার বালা। আরো উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।

দেশের মৎস্য সম্পদ উন্নয়নের জন্য চাষি ও উদ্যোক্তা পর্যায়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৎস্য সপ্তাহ উদযাপিত হয়।মন্তব্য