kalerkantho


খালেদার মুক্তির দাবি

নীলফামারীতে পণ্ড বিএনপির দুই গ্রুপের কর্মসূচি

নীলফামারী প্রতিনিধি   

২১ জুলাই, ২০১৮ ০০:০০চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল শুক্রবার নীলফামারীতে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়নি। বিকেলে দুই গ্রুপের মুখোমুখি অবস্থানের কারণে সংঘাত এড়াতে উভয় গ্রুপকে কর্মসূচি পালন থেকে বিরত রাখে পুলিশ।

নেতাকর্মীরা জানায়, কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামানের নেতৃত্বে একটি অংশ এবং জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান জুয়েলের নেতৃত্বে অপর একটি অংশ একই স্থান কর্মসূচি আহ্বান করে। উভয় গ্রুপের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসার চেষ্টা করে। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘাত এড়াতে উভয় গ্রুপকে কর্মসূচি পালনে বিরত করে পুলিশ।

এদিকে গতকাল বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা বিএনপির দলীয় কার্যালয় ও এর আশপাশে  বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। তবে দলীয় কার্যালয়ের আশপাশে পুলিশ মোতায়েন ছিল। এ বিষয়ে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহুরুল আলম বলেন, ‘আমি অসুস্থতার কারণে চিকিৎসকের কাছে আছি। তবে দুটি পক্ষ আলাদাভাবে কর্মসূচি ঘোষণা করলেও দাবি তো একটাই। সে হিসেবে পুলিশ অনুমতি দিতেই পারত।’

জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী আকতারুজ্জামান বলেন, ‘আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুক্রবার কর্মসূচি পালনের জন্য পুলিশ সুপারের কাছ থেকে অনুমতি নেই। কিন্তু জেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান প্রশাসনকে ম্যানেজ করে আমাদের কর্মসূচি পালনে বাধা সৃষ্টি করেছেন।’মন্তব্য