kalerkantho


পুলিশ দেখে ছাদ থেকে লাফিয়ে দোকানির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

২০ জুলাই, ২০১৮ ০০:০০রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় পুলিশ দেখে তিনতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মৃত্যু হয়েছে কালু মিয়া (৩৫) নামের এক ব্যক্তির। মুদি দোকানি কালুর বিরুদ্ধে জমিসংক্রান্ত বিরোধে থানায় অভিযোগ দিয়েছিলেন তাঁর ভাবি। গতকাল বৃহস্পতিবার বিকেলে পূর্ব রসুলপুর এলাকার ৬ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

কামরাঙ্গীর চর থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল কালু ও তাঁর ভাই বাবরের মধ্যে। এ বিষয়ে বাবরের স্ত্রী থানায় অভিযোগ করেন। অভিযোগ তদন্তের জন্য বাড়িটিতে গেলে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানায়, বিকেলে মুদি দোকানেই অবস্থান করছিলেন কালু। বিকেল ৫টার দিকে পুলিশ সেখানে গেলে কালু দৌড়ে বাড়ির তিনতলায় চলে যান। তাঁকে আটক করতে গেলে লাফ দেবেন বলে জানান কালু। এ সময় পুলিশ কয়েক কদম এগিয়ে যেতেই কালু লাফ দেন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে  নেওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।মন্তব্য