kalerkantho


ঢাকা বিশ্ববিদ্যালয়

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও রফিকুল ইসলাম সংবর্ধিত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৯ জুলাই, ২০১৮ ০০:০০জাতীয় অধ্যাপক হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম ও বাংলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সংবর্ধনার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ভাষাবিজ্ঞান বিভাগের অনারারি অধ্যাপক আবুল কালাম মনজুর মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ ও কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন। আলোচনায় অংশ নেন অধ্যাপক জীনাত ইমতিয়াজ আলী, অধ্যাপক ড. সাখাওয়াৎ আনসারী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন সালমা নাসরীন।

অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামানের ওপর শংসাপত্র পাঠ করেন অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ। অধ্যাপক ড. রফিকুল ইসলামের ওপর শংসাপত্র পাঠ করেন অধ্যাপক ড. ফিরোজা ইয়াসমীন। পরে জাতীয় দুই অধ্যাপককে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

ভিসি অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষ সাধন তথা জাতি বিনির্মাণে তাঁরা অনন্য অবদান রেখে চলেছেন। মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনেও তাঁরা অগ্রণী ভূমিকা পালন করেন। ভাষা আন্দোলনের অসংখ্য দুর্লভ ছবি তুলেছিলেন অধ্যাপক ড. রফিকুল ইসলাম। দেশের ক্রান্তিকালে তাঁরা জাতিকে দিকনির্দেশনা দেন।মন্তব্য