kalerkantho


রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক   

১৬ জুলাই, ২০১৮ ০০:০০রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আব্দুল কাদের (৫৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রবিবার ভোরে শাহজাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাদের ভোলার শশীভূষণ থানার জাহানপুর গ্রামের মৃত ওয়াদুদ পাটোয়ারীর ছেলে। তিনি পরিবার নিয়ে ২৮/২ শাহজাদপুরে বসবাস করতেন।

গুলশান থানার  উপপরিদর্শক লতিফুর রহমান জানান, গতকাল ভোরে শাহজাদপুর এলাকায় একটি ট্রাক কাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়।

নিহতের ছেলে শাওন পাটোয়ারী জানান, ভোরে আব্দুল কাদের ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হয়েছিলেন। তিনি নামাজ আদায় শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন।

 মন্তব্য