kalerkantho


চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়

কোটা সংস্কার নিয়ে ফেসবুকে স্ট্যাটাস শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৬ জুলাই, ২০১৮ ০০:০০কোটা সংস্কার নিয়ে ফেসবুকে ‘উসকানিমূলক’ স্ট্যাটাস দেওয়ার অভিযোগে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত ওই শিক্ষার্থী হলেন মীর মোহাম্মদ জুনায়েদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ জুলাই সরকারি চাকরির ‘কোটা সংস্কার’ বিষয়ে জুনায়েদ ফেসবুকে  উসকানিমূলক ও শৃঙ্খলাপরিপন্থী স্ট্যাটাস দেন, যা সিভাসুর রুলস রিগার্ডিং জেনারেল ডিসিপ্লিনের ১৬ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও অপরাধের গুরুত্ব বিবেচনায় জুনায়েদকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।মন্তব্য