kalerkantho


যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

ঢাকা-ওয়াশিংটন নিবিড় অংশীদারি আরো বিস্তৃত হচ্ছে

কূটনৈতিক প্রতিবেদক   

১২ জুলাই, ২০১৮ ০০:০০ক্রমবর্ধমান বন্ধুত্বের সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘নিবিড় অংশীদারি’ আরো বিস্তৃত হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তিনি গতকাল বুধবার দুপুরে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের জোরালো অংশীদারি আছে। যুক্তরাষ্ট্র এই অংশীদারিকে অব্যাহতভাবে মূল্যায়ন করছে।’

সাম্প্রতিক সময়ে খুলনা ও গাজীপুরে সিটি নির্বাচন নিয়ে মন্তব্য করে আলোচিত ও সমালোচিত হন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। পররাষ্ট্রসচিবের সঙ্গে গতকালের বৈঠককে তিনি নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই অভিহিত করেছেন। তিনি বলেন, দুই দেশের নিবিড় ও চলমান অংশীদারি বিষয়ে তাঁরা আলোচনা করেছেন। বার্নিকাট বলেন, ‘দুই দেশ বন্ধুত্বের অংশীদার। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, গতকাল এটি ছিল। আর আজও তাই আছে।’

 মন্তব্য