kalerkantho


সড়ক দুর্ঘটনা

তানোর ও ফরিদপুরে নিহত ৩

তানোর (রাজশাহী) প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১২ জুলাই, ২০১৮ ০০:০০রাজশাহীর তানোরে গতকাল বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসার সময় বিকেল সাড়ে ৬টার দিকে বাসচাপায় মর্জিনা আকতার তুলি (২৫) নামের গৃহবধূ নিহত হয়েছেন। মর্জিনার বাবার বাড়ি উপজেলার পাঁচন্দর ইউনিয়নের যুগিশো গ্রামে। তা ছাড়া বিকেল ৪টার দিকে উপজেলার নুনাপুকুর রাস্তায় ধানের ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে এর চালক শফিকুল ইসলাম (৪৫) নিহত হন। এদিকে ফরিদপুর সদরের কানাইপুরে ট্রাকচাপায় আশিক মোল্লা (২৩) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল দুপুর আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার ফরিদপুর জুট ফাইবার্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।মন্তব্য