kalerkantho


শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

অনশন ভাঙলেন নন-এমপিও শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক   

১২ জুলাই, ২০১৮ ০০:০০অনশন ভাঙলেন নন-এমপিও শিক্ষকরা

গতকাল জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে আন্দোলনরত নন-এমপিও শিক্ষকদের অনশন ভাঙান জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। ছবি : কালের কণ্ঠ

এমপিওভুক্তির দাবিতে অনশনরত নন-এমপিও শিক্ষকরা অনশন ভেঙেছেন। অনশনের ১৭তম দিনে গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে অনশনস্থলে গিয়ে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী নন-এমপিও শিক্ষকদের অনশন ভাঙান। তবে এর আগে গতকাল সকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই মূলত শিক্ষক নেতারা অনশন ভাঙার সিদ্ধান্ত নেন।

অধ্যাপক ড. আনিসুজ্জামান অনশনরত শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের কাছে আবেদন, আপনারা অনশন ভেঙে নিজেদের কর্মস্থলে ফিরে যান। প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনায় ও আপনারা যে দাবি-দাওয়া জানিয়েছেন সেটা সামনে রেখে আশা করি শিক্ষা মন্ত্রণালয় একটা উপায় দাঁড় করবে, যাতে এ অবস্থার সমাধান পাওয়া যায়। আজকে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনশন ভঙ্গ করেন।’

গতকাল সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশ নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিনয় ভূষণ রায়, সদস্য মো. শফিকুল ইসলাম, মো. আনোয়ার হোসেন এবং জহুরুল ইসলাম।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। এ জন্য মন্ত্রণালয়ে দুটি কমিটি কাজ করছে। যেসব শিক্ষক এমপিওভুক্ত হবেন, তাঁরা জুলাই মাস থেকেই বেতন প্রাপ্য হবেন।

শিক্ষামন্ত্রী শিক্ষক নেতাদের আর কষ্ট না করে বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায় বলেন, ‘আমরা যে দাবি নিয়ে এসেছি স্যারদের উপস্থিতিতে সেই দাবিও পূরণ হবে। দাবি পূরণ হলে আমরা ধন্য হব।’মন্তব্য