kalerkantho


দুদক কমিশনারের দায়িত্ব নিতে

স্বেচ্ছা অবসরে গেলেন জনপ্রশাসনসচিব

নিজস্ব প্রতিবেদক   

২৫ জুন, ২০১৮ ০০:০০দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনারের দায়িত্ব নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পদ থেকে স্বেচ্ছায় অবসর নিলেন ড. মো. মোজাম্মেল হক খান। গতকাল রবিবার তাঁর স্বেচ্ছা অবসরের আবেদন মঞ্জুর করে অফিস আদেশ জারি করা হয়। মোজাম্মেল হক খানের চাকরির মেয়াদ ছিল আগামী ৪ নভেম্বর পর্যন্ত।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, দুদকের একজন কমিশনারের চাকরির মেয়াদ আজ ২৫ জুন শেষ হচ্ছে। ওই পদে নিয়োগ দেওয়া হবে মোজাম্মেল হক খানকে। বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোজাম্মেল হক এর আগে সড়ক বিভাগ; বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সচিবের দায়িত্ব পালন করেছেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সচিবের দায়িত্বে থাকার সময় পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হন মোজাম্মেল হক খান।মন্তব্য