kalerkantho


কালিয়াকৈরে স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরের নির্বাচন বিষয়ে সরকারের কোনো বার্তা নেই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি   

২৫ জুন, ২০১৮ ০০:০০স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, গাজীপুর সিটি নির্বাচনে ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো মেসেজ (বার্তা) নেই। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপরহার দেবে এটাই সরকারের প্রত্যাশা।

গতকাল রবিবার দুপুরে কালিয়াকৈরে অবস্থিত আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা বাহিনী) একাডেমিতে এক অনুষ্ঠানে অংশহগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। আনসার ও ভিডিপিতে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে ওই কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুল আলম, উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল মহিউদ্দীন মো. জাবেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এবার সেরা চৌকস, ড্রিল ও ফায়ারার হিসেবে পুরস্কার পেয়েছেন মাহবুব উজ জামান, মোহাম্মদ শাহাদাৎ হোসেন ও আশিকুর রহমান।মন্তব্য