kalerkantho


রাসিক নির্বাচন

লিটনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী   

২৫ জুন, ২০১৮ ০০:০০রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন। দলীয় মনোনয়ন পাওয়ার পর গতকাল রবিবার সকালে লিটনের পক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নওসের আলী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নওসের আলী জানান, মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন ঢাকায় অবস্থান করায় তাঁর হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। লিটন রাজশাহীতে এলে তাঁকে সঙ্গে নিয়ে নগরীর রাজপাড়া থানা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার রাজশাহীসহ তিন সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করে দলটি।মন্তব্য