নারায়ণগঞ্জের ফতুল্লায় পাগলা রেলস্টেশন এলাকায় ঢাকাগামী ট্রেনের ইঞ্জিনের পাখায় পেঁচিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওই ঘটনার পর টিকিটমাস্টার ও ট্রেনচালক পালিয়ে যায়। এ দুর্ঘটনার পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। নিহতের পরনে ছিল লুঙ্গি ও শার্ট।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জ থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে আসা ট্রেনটি পাগলা স্টেশনে ৮টা ৫৬ মিনিটে পৌঁছার পর যাত্রী ওঠানামা করছিল। এ সময় এক ব্যক্তি ট্রেনের ইঞ্জিনে উঠে বসার চেষ্টা করলে পাখার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে তাঁর মাথা ছিন্নভিন্ন হয়ে ট্রেনের ইঞ্জিনের ভেতরেই মৃত্যু হয়। ওই সময় যাত্রী ও স্থানীয় লোকজন ফুঁসে উঠলে টিকিটমাস্টার ও ট্রেনের চালক পালিয়ে যায়।
খবর পেয়ে রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌঁছে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসি আব্দুল্লাহ জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। এই ট্রেন ঢাকায় পাঠানো হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...