kalerkantho


মিয়ানমারের বিচার প্রশ্নে আইসিসিতে শুনানি

কূটনৈতিক প্রতিবেদক   

২১ জুন, ২০১৮ ০০:০০মিয়ানমারের ওপর বিচারিক এখতিয়ার আছে কি না সে বিষয়ে হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট) গতকাল বুধবার এক রুদ্ধদ্বার শুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রিট্রায়াল চেম্বারের বিচারকরা ছাড়াও আইসিসির প্রসিকিউটর ফেতো বেনসুদা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রুদ্ধদ্বার শুনানির বিষয়ে বাইরের কারো জানার সুযোগ নেই। শুনানি শেষে আদালত সিদ্ধান্ত নিলে তা যথাযথ প্রক্রিয়ায় জানানো হয়ে থাকে। গত রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আদালত কোনো সিদ্ধান্ত জানায়নি। তা ছাড়া সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো সুনির্দিষ্ট সময়সীমাও নেই।

প্রসঙ্গত, বাংলাদেশ আইসিসির সদস্য হলেও মিয়ানমার সদস্য নয়। রোহিঙ্গা গণহত্যা, জাতিগত নিধনযজ্ঞের বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশে।মন্তব্য