kalerkantho


চীনের সঙ্গে কে-৮ ডাব্লিউ জেট ট্রেইনার বিমান ক্রয়সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক   

২১ জুন, ২০১৮ ০০:০০জিটুজি চুক্তির আওতায় বাংলাদেশ বিমানবাহিনী ও চীনের মধ্যে কে-৮ ডাব্লিউ জেট ট্রেইনার বিমান ক্রয়সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার বিমানবাহিনী সদর দপ্তরে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

আইএসপিআর জানায়, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক এবং চীনের পক্ষে চায়না ন্যাশনাল এরো টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট লিউ জিয়ানহাই (Liu Jianhai) চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঊর্ধ্বতন কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত ঝাং জু এবং চায়না ন্যাশনাল এরো টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন।

আইএসপিআর আরো জানায়, কে-৮ ডাব্লিউ জেট ট্রেইনার বিমান ২০১৪ সাল থেকে বাংলাদেশ বিমানবাহিনীতে ব্যবহার হয়ে আসছে। পুনরায় কে-৮ ডাব্লিউ জেট ট্রেইনার বিমানের সংযোজন বিমানবাহিনীর বিমান প্রশিক্ষণ সক্ষমতা অনেক বাড়াবে। বিমানবাহিনীতে চীনের তৈরি কে-৮ ডাব্লিউ জেট ট্রেইনার বিমান সংযোজনের এ চুক্তি ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে স্বাক্ষরিত হলো।মন্তব্য