kalerkantho


গাজীপুরে ইসি, আজ প্রার্থীদের সঙ্গে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

২০ জুন, ২০১৮ ০০:০০প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা চার কমিশনার ও ইসি সচিবসহ মঙ্গলবার রাতে গাজীপুরে এসেছেন। আজ বুধবার তাঁর প্রশাসনের সঙ্গে বৈঠক এবং নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে। সহকারী রিটার্নিং অফিসার মো. তারিফুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তারিফুজ্জামান বলেন, প্রধান নির্বাচন কমিশনারের (ইসি) সঙ্গে রয়েছেন চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম, মো. রফিকুল ইসলাম ও শাহাদাৎ হোসেন চৌধুরী এবং নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব মো. হেলাল উদ্দিন। গাজীপুর সার্কিট হাউসে রাত যাপনের পর ইসি বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন। ইসি বিকেল ৩টায় শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে প্রতিদ্বন্দ্বী সব মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন।মন্তব্য