kalerkantho


তিন সিটি ও কুড়িগ্রাম-৩ নির্বাচন

আ. লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম বিতরণ সোমবার থেকে

নিজস্ব প্রতিবেদক   

১৫ জুন, ২০১৮ ০০:০০কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জাতীয় সংসদের উপনির্বাচন এবং রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ করা হবে। আগামী ১৮, ১৯, ২০ ও ২১ জুন ২০১৮ যথাক্রমে সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ফরম দেওয়া হবে। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমণ্ডি আ/এ, ধানমণ্ডি, ঢাকা) দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আগামী ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা : আগামী ২২ জুন ২০১৮ শুক্রবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে ওই সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।মন্তব্য