kalerkantho


কখন কোথায় ঈদের জামাত

প্রিয় দেশ ডেস্ক   

১৫ জুন, ২০১৮ ০০:০০দেশের বিভিন্ন স্থানে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে তা জানাচ্ছেন কালের কণ্ঠ’র নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা :

খুলনা : আবহাওয়া অনুকূলে থাকলে প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল সাড়ে ৮টায় খুলনা সার্কিট হাউস ময়দানে। দ্বিতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায় খুলনা টাউন জামে মসজিদে। প্রতিকূল আবহাওয়ায় টাউন জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম ও প্রধান জামাত, সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত এবং সাড়ে ১০টায় তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে। একই আবহাওয়ায় কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় আরেকটি জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। অন্যদিকে বসুপাড়া ইসলামাবাদ ঈদগাহ ময়দান, খুলনা আলিয়া কামিল মাদরাসা জামে মসজিদ, নিউ মার্কেটস্থ বায়তুন-নূর মসজিদ কমপ্লেক্স, খালিশপুর ঈদগাহ ময়দান, সোনাডাঙ্গা আবাসিক এলাকা (দ্বিতীয় ফেজ), বায়তুল্লাহ জামে মসজিদ, নিরালা আবাসিক এলাকা ঈদগাহ, খানজাহাননগর খালাসী মাদরাসা ঈদগাহ, দৌলতপুর ঈদগাহসহ অন্য মসজিদ ও ময়দানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে জামাত।

রাজশাহী : হজরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আগামীকাল সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া থাকলে একই সময়ে হজরত শাহ্ মখদুম (রহ.) দরগা মসজিদে অনুষ্ঠিত হবে একাধিক জামাত। নগরীতে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় নওদাপাড়া আমচত্ব্বর আহলে হাদিস মাঠে। এ ছাড়া সকাল ৮টায় নগরীর সাহেব বাজার বড় রাস্তা, টিকাপাড়ায় (মহানগর) ঈদগাহ, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঈদগাহ, বুলনপুর ঈদগাহ, মসজিদ-ই-নূর ঈদগাহ, কয়েরদাড়া ঈদগাহ, মদিনাতুল উলুম কামিল মাদরাসা, ডিঙ্গাডোবা ঈদগাহ মাঠ, কাশিয়াডাঙ্গা সিটি গেট ঈদগাহ, কাশিয়াডাঙ্গা ঈদগাহ, মির্জাপুর পূর্বপাড়া ঈদগাহ, ফিরোজাবাদ ঈদগাহ এবং বালিয়াপুকুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে জামাত। সকাল সোয়া ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে বিভাগীয় স্টেডিয়াম (তেরখাদিয়া) ঈদগাহ, শিরোইল সরকারি হাই স্কুল ঈদগাহ, মালদা কলোনী ঈদগাহ, শিরোইল স্কুল ঈদগাহ এবং রামচন্দ্রপুর মহলদার পাড়া ঈদগাহ। সকাল সাড়ে ৮টায় রাজশাহী জজ কোর্ট ঈদগাহ, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ, রায়পাড়া বশরী ঈদগাহ, কাঁঠালবাড়িয়া ঈদগাহ, রায়পাড়া ঈদগাহ, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহ, শালবাগান গণপূর্ত মাঠ, মোল্লাপাড়া ঈদগাহ, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠ, খোজাপুর গোরস্থান ঈদগাহ মাঠ, সাতবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ, জাহাজঘাট মোড় ঈদগাহ মাঠ, খোজাপুর ১ নম্বর ঈদগাহ, পাঁচানী ঈদগাহ মাঠ, সাতবাড়িয়া ঈদগাহ, বিনোদপুর আহলে হাদিস জামে মসজিদ, শহীদবাগ জামে মসজিদ, মেহেরচণ্ডি বুধপাড়া ঈদগাহ এবং ধরমপুর মধ্যপাড়া ঈদগাহ, উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ, চৌদ্দপাই মোড় ঈদগাহ, খাদেমুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ এবং তালাইমারি বাজার ঈদগাহে অনুষ্ঠিত হবে জামাত। একই সময় কাজলা ঈদগাহ, ডাঁশমারী পূর্বপাড়া ঈদগাহ, সপুরা শাহী জামে মসজিদ এবং বিএডিসি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এ ছাড়া জেলার বাঘায় ঐতিহাসিক শাহী মসজিদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

রংপুর : প্রধান জামাত অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহে। আবহাওয়া খারাপ থাকলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে কোর্ট জামে মসজিদে সকাল ৯টা ও সাড়ে ৯টায়। এ ছাড়া মুন্সিপাড়া ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, কেরামতিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৯টায়, মণ্ডলপাড়া বড় ঈদগাহ ও দামোদরপুর বড় ময়দানে সাড়ে ৯টায়, মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাহে ৯টায়, বদরগঞ্জ চান্দামাড়ি কারামতিয়া ঈদগাহে সকাল ১০টায়, পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠ, কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ, তারাগঞ্জ চৌপথি ঈদগাহ, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, বদরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও সদর উপজেলা পরিষদ ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। রংপুর মেডিক্যাল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সকাল সাড়ে ৮টায়, গঙ্গাচড়ার পাইকান বড় জুম্মা মসজিদ মাঠে সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে। ধাপ স্টাফ কোয়ার্টার জামে মসজিদ মাঠে এবং বুড়িরহাট কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

সিলেট : ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে আগামীকাল সকাল সাড়ে ৮টায়। একই সময় হজরত শাহজালাল (রহ.) এবং হজরত শাহপরান (রহ.) দরগাহ মসজিদেও অনুষ্ঠিত হবে জামাত। অন্যদিকে নগরের বন্দরবাজারে কুদরত উল্লাহ জামে মসজিদে সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও ৯টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া আলিয়া মাদরাসা মাঠ, ডাকবাংলো রোডের নবাবী জামে মসজিদ, টিলাগড় শাহ মদনী ঈদগাহ, কালেক্টরেট মাঠ ও শহরতলির সাহেববাজার শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, পশ্চিম পীরমহল্লা জামেয়া গৌসুল উলুম মাদরাসায় পৌনে ৮টায়, দারুস সালাম মাদরাসা ও জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদরাসায় সকাল সাড়ে ৭টায়, শহরতলির কুশিঘাটের গাজী বোরহান উদ্দিন (রহ.) মাজার ঈদগাহ, টুকেরবাজার ঈদগাহ ময়দান ও দক্ষিণ সুরমার বরইকান্দি ঈদগাহ ময়দানে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বরিশাল : নগরের হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আগামীকাল সকাল সাড়ে ৮টায় প্রধান ও ১০টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় জামে কসাই মসজিদ ও জামে এবায়েদুল্লাহ মসজিদে সকাল সাড়ে ৮টায় এবং বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল ৯টায় প্রথম জামাত এবং ১০টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া সদর উপজেলার চরমোনাই মাদরাসা প্রাঙ্গণে সকাল ৯টায়, পিরোজপুরের স্বরূপকাঠির ছারছীনা দরবার শরিফে সকাল ৯টায়, ঝালকাঠির কায়েদ সাহেব হুজুরের দরবার শরিফ ও পটুয়াখালীর মির্জাগঞ্জের ইয়াজ উদ্দিন খলিফার দরবার শরিফে সকাল ৮টায় এবং উজিরপুরের চাঙ্গুটিয়া (গুঠিয়া) বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সে জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া সকাল ৮টায় নগরের কেন্দ্রীয় কারাগার জামে মসজিদ, কালিজিরা কেন্দ্রীয় জামে মসজিদ, নূরিয়া হাই স্কুল ঈদগাহ ময়দান, মেডিক্যাল জামে মসজিদ ও বাস টার্মিনাল কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে জামাত। সকাল সোয়া ৮টায় সাগরদী মাদরাসা জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় নগরের ল’ কলেজ জামে মসজিদ, নথুল্লাবাদ জামে মসজিদ, ওয়াপদা কলোনি জামে মসজিদ, পাওয়ার হাউস জামে মসজিদ, সাগরদি বাজার জামে মসজিদ, গোরস্তান ঈদগাহ ময়দান ও জিলা স্কুল জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদ, ফকিরবাড়ী জামে মসজিদ, পোর্টরোড জামে মসজিদ ও বাবুগঞ্জের ফরিদগঞ্জ বহুমুখী ফাজিল মাদরাসা মাঠে জামাত অনুষ্ঠিত হবে।

মেহেরপুর : প্রধান জামাত অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল সোয়া ৮টায় পৌর ঈদগাহ মাঠে। দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন পৌর ঈদগাহ ময়দানে। এ ছাড়া সাড়ে ৭টায় থানা মসজিদ, আটটা ৪৫ মিনিটে কোর্ট জামে মসজিদ ও পৌর ঈদগাহ মাঠে নারীদের জামাত অনুষ্ঠিত হবে।

শেরপুর : শহরের পৌর ঈদগাহ মাঠে আগামীকাল সকাল ৯টায় অনুষ্ঠিত হবে প্রধান জামাত। একই সময় তেরাবাজার জামিয়া সিদ্দি্কীয়া মাদরাসা ঈদগাহ মাঠ, নবীনগর ফারুকিয়া দারুচ্ছালাম মাদরাসা ঈদগাহ মাঠ, পুলিশ লাইনস্ ঈদগাহ মাঠ, কসবা ঈদগাহ মাঠ, মীরগঞ্জ ঈদগাহ মাঠ, গৌরীপুর ঈদগাহ মাঠ, কসবা মাজার ঈদগাহ মাঠ, নতুন বাসস্ট্যান্ড মারকাজ মসজিদ, সজবরখিলা জামে মসজিদ মাঠ ও ঢাকলহাটি ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় শহরের মাইসাহেবা ঈদগাহ মাঠ, বাগরাকসা কাজিবাড়ী ঈদগাহ মাঠ, ইদ্রিসিয়া মাদরাসা ঈদগাহ মাঠ, চাপাতলী পৌর ঈদগাহ মাঠ, শীতলপুর ঈদগাহ মাঠ ও কসবা শাহি মসজিদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে জামাত। একই সময় কসবা কাঠঘর ঈদগাহ মাঠ, খোয়ারপাড় ঈদগাহ মাঠ, দিঘিরপাড় ঈদগাহ মাঠ, মোবারকপুর কাইনাপাড়া ঈদগাহ মাঠ, মোবারকপুর নয়াপাড়া, দক্ষিণ মোবারকপুর ঈদগাহ মাঠ, দক্ষিণ নবীনগর ঈদগাহ মাঠ ও বাটারাঘাট ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হবে।

গোপালগঞ্জ : কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আগামীকাল সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে শহরের থানাপাড়া জামে মসজিদে সকাল সোয়া ৮টায়। সকাল সাড়ে ৮টায় জনতা রোড জামে মসজিদে তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। আর চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। তবে প্রতিকূল আবহাওয়া থাকলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় কেন্দ্রীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণে।

গাইবান্ধা : পৌর ঈদগাহ মাঠে আগামীকাল সকাল ৯টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া শহরের এনএইচ মডার্ন হাই স্কুল মাঠ, পুলিশ লাইন ময়দান, পুলবন্দি ঈদগাহ মাঠ, রেলস্টেশন জামে মসজিদ, গাওছুুল আযম জামে মসজিদ, ডেভিড কম্পানিপাড়া জামে মসজিদ, ফকিরপাড়া জামে মসজিদ, খানকা শরিফ মাদরাসা মসজিদ, গোবিন্দপুর জামে মসজিদ, ভিএইড রোড জামে মসজিদ, সুখনগর জামে মসজিদ, ব্রিজ রোড আহলে হাদিস জামে মসজিদ, গাইবান্ধা সরকারি কলেজ জামে মসজিদে সকাল পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে জামাত।মন্তব্য