kalerkantho


রাজশাহী বরিশাল সিলেট নির্বাচনের তফসিল ঘোষণা

এই তিন সিটিতে ভোট ৩০ জুলাই

বিশেষ প্রতিনিধি   

১৪ জুন, ২০১৮ ০০:০০রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষিত তফসিল অনুসারে আগামী ৩০ জুলাই এই তিন সিটিতে ভোট হবে। এই নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের ২৮ জুনের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে।

এর আগে গত ২৯ মে এই তিন সিটি নির্বাচনের তফসিল মৌখিকভাবে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ গতকাল দুপুরে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারির বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি জানান, তিন সিটির মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীদের রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ জুন। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১ থেকে ২ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই। এরপর ৩০ জুলাই ভোটগ্রহণ হবে।

ইসি সচিব জানান, রাজশাহী সিটি করপোরেশনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলামকে, সিলেট সিটিতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামানকে ও বরিশাল সিটিতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমানকে রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। রাজশাহীতে ১০ জন, বরিশালে ১০ জন ও সিলেটে ৯ জনকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের পরে আপিল কর্তৃপক্ষ হিসেবে সহকারী বিভাগীয় কমিশনার দায়িত্ব পালন করবেন।

ইভিএম বিষয়ে সচিব বলেন, এর ব্যবহার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এই তিন সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা আছে। আর গাজীপুরের ছয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আগামী ২৬ জুন ভোটগ্রহণ হবে। গত ১৫ মে খুলনা সিটির সঙ্গে গাজীপুরে ভোট হওয়ার কথা থাকলেও আদালতের আদেশে তা আটকে গিয়েছিল।

 মন্তব্য