kalerkantho


অ্যাটর্নি জেনারেল বললেন

এমপি হতে পারলে মুন্সীগঞ্জ জেলাকে মাদকমুক্ত করব

নিজস্ব প্রতিবেদক ও মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১১ জুন, ২০১৮ ০০:০০এমপি হতে পারলে মুন্সীগঞ্জ জেলাকে মাদকমুক্ত করব

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইফতার মাহফিলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ অতিথিরা। ছবি : কালের কণ্ঠ

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘মনোনয়ন পেয়ে যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে মুন্সীগঞ্জকে মাদকমুক্ত করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন মনোনয়ন পাই। মাদক কারবারি ও মাদক পাচারের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। তাদের মুন্সীগঞ্জ থকে উত্খাত করা হবে।’

গতকাল রবিবার মুন্সীগঞ্জের লৌহজং কলেজ ভবনে আয়োজিত ইফতারের ও দোয়া মাহফিলের আগে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমার জীবনে চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হয়েছি। শেষ জীবনে আমার ইচ্ছা আপনাদের সেবা করার। আমি আপনাদের বন্ধু হয়েই থাকতে চাই।’ তিনি বলেন, ‘আজ আমি অঙ্গীকার করছি, এমপি নির্বাচিত হলে সরকারের কোনো সুযোগ-সুবিধা নেব না। সন্ত্রাসীদের প্রশ্রয় দেব না।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য নূহ-উল-আলম লেনিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিব) কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহানা পারভীন, লৌহজং উপজেলা সাবেক চেয়ারম্যান সিরাজুল আলম ফুকু, গিয়াস উদ্দিন বেপারী, আবুল বাসার, সেলিম আহমেদ মোড়ল, আব্দুল ওয়াদুদ খান, আসাদুজ্জামান রচি, রাশেদুল হাসান মুন্না, ইলিয়াস মোলস্না, মহিউদ্দিন বাবুল মুন্সী, মো. সিরাজুল ইসলাম, জলিল সিকদার, মির্জা মো. শাহীন প্রমুখ। লৌহজংয়ে অ্যাটর্নি জেনারেলের এ ইফতারে হাজার হাজার লোক অংশ নেয়।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ বছর জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনে আওয়ামী লীগের সম্ভাব্য এমপি প্রার্থী। তিনি ২০১৪ সাল থেকে এলাকায় কিছু কিছু সামাজিক কাজ করতে শুরু করেন। এরপর ২০১৭ থেকে তিনি লৌহজং ও টঙ্গিবাড়ী উজেলায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় অনুষ্ঠানসহ সৃজনশীল কাজে অংশ নিচ্ছেন। প্রতি শুক্র ও শনিবার তিনি চষে বেড়াচ্ছেন লৌহজং-টঙ্গিবাড়ী উপজেলার প্রত্যন্ত অঞ্চল।

এ ব্যাপারে আওয়ামী লীগের সাবক প্রেসিডিয়ামের সদস্য নূহ-উল-আলম লেনিন বলেন, ‘মুন্সীগঞ্জবাসী এখানে পরিবর্তন চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ মুন্সীগঞ্জ-২ আসনে মাহবুব আলমকে এমপি হিসেবে পেতে চায়।’মন্তব্য