kalerkantho


আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক   

২৬ মে, ২০১৮ ০০:০০গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপ বিহার ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দেশের দক্ষিণ অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক  দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার থাকবে।

 মন্তব্য