kalerkantho


আসন বিন্যাসে ভুল

দিনাজপুরে নিয়োগ পরীক্ষা শুরু হলো দেড় ঘণ্টা পর

দিনাজপুর প্রতিনিধি   

২৬ মে, ২০১৮ ০০:০০দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়োগ পরীক্ষার আসন বিন্যাসে ভুল হওয়ার কারণে দেড় ঘণ্টা পর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনাজপুর সরকারি মহিলা কলেজে এ ঘটনা ঘটে। এতে চরম ভোগান্তিতে পড়ে বিভিন্ন উপজেলা থেকে আসা পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

জানা যায়, পরিবার পরিকল্পনা সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী ও আয়া পদে নিয়োগ পরীক্ষা দিনাজপুর সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। চারটি পদের বিপরীতে দুই হাজার ১৮৯ জন নারী-পুরুষ পরীক্ষায় অংশ নেয়। প্রবেশপত্রের নির্দেশনাবলি অনুসারে শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা। সঠিক সময়েই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে। কিন্তু পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর খুঁজে পাচ্ছিল না। কারণ আসন বিন্যাসে ভুল ছিল। এ নিয়ে কেন্দ্রে হৈচৈ শুরু হয়। এ সময় জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর দিনাজপুর প্রেস ক্লাবে বাংলাদেশ নারী ও মেয়েদের অধিকার সুরক্ষাকারীদের সহায়তা প্রদানবিষয়ক একটি কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খবর পেয়ে তিনি পরীক্ষাকেন্দ্রে ছুটে আসেন। পরে তাঁর হস্তক্ষেপে দেড় ঘণ্টা পর পরীক্ষা শুরু হয়। এ ব্যাপারে জানতে চাইলে বোচাগঞ্জ, কাহারোল ও ঘোড়াঘাট থেকে আসা তিনজন পরীক্ষার্থী জানান, তাঁরা পরীক্ষা দিতে এসে এ রকম হয়রানি ও বিড়ম্বনায় কোনো দিন পড়েননি। এ জন্য তাঁরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেই দায়ী করেন। এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ডাক্তার আবু নছর মোহাম্মদ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিলম্ব হলেও পরীক্ষা সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 মন্তব্য