kalerkantho


ফরিদগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি   

২৬ মে, ২০১৮ ০০:০০চাঁদপুরের ফরিদগঞ্জে পানিতে ডুবে তাহসিন ও তাহমিনা নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাহসিন (২) গ্রামের তাজুল ইসলামের ছেলে এবং তাহমিনা (২) প্রবাসী মামুন হোসেনের মেয়ে।

নিহতদের স্বজনরা জানায়, তাহসিন ও তাহমিনা বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে দৌড়াতে গিয়ে তারা বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের হদিস মিলছিল না। পরে রাতে দুই শিশুর লাশ পুকুরের পানিতে ভেসে ওঠে।

 

 মন্তব্য