kalerkantho


ডাব্লিউপিএ ফাউন্ডেশনের সেলাই মেশিন প্রদান ও ইফতার মাহফিল

২৫ মে, ২০১৮ ০০:০০ঢাকার একটি রেস্টুরেন্টে ডাব্লিউপিএ ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি সেলাই মেশিন প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মাদ রফিকুল ইসলাম খান। প্রধান অতিথি ছিলেন ডাব্লিউপি এ ফাউন্ডেশনের উপদেষ্টা ও গুলশানের বায়তুল আবরার জামে মসজিদের খতিব শাহ মুহাম্মাদ ওয়ালী উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের প্রফেসর ড. মো. নূরুল্লাহ মাদানী।

ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মো. শফিকুল ইসলাম খানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফাউন্ডেশনের পরিচালক শায়খ ড. মুস্তাফিজুর রহমান ও নিবরাস প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোসলেহ উদ্দীন আলমগীর। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মুহাম্মাদ মহিউদ্দীন গাজী। অনুষ্ঠানে একজন হাফেজের পরিবারের কর্মসংস্থানের লক্ষ্যে তাঁর হাতে একটি সেলাই মেশিন তুলে দেন ফাউন্ডেশনের উপদেষ্টা, চেয়ারম্যান ও অতিথিরা। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য