kalerkantho


ভূমিমন্ত্রী বললেন

কৃষি খাসজমির বন্দোবস্ত দিতে হবে ভূমিহীনকেই

নিজস্ব প্রতিবেদক   

২৫ মে, ২০১৮ ০০:০০ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, কৃষি খাসজমি বন্দোবস্ত ও ডিসিআর ভূমিহীন কৃষককেই দিতে হবে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সরেজমিন তদন্ত করে প্রকৃত ভূমিহীনের নামে ডিসিআর প্রদানের নির্দেশ দেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় কৃষি খাসজমি ব্যবস্থাপনা নির্বাহী কমিটির ৩৪তম সভায় মন্ত্রী এ নির্দেশ দেন।

প্রভাবশালীরা কৌশলে চাষাবাদের মৌসুমে ডিসিআর খাজনা কেটে ফসল তোলার আগেই কৃষিজমিতে হানা দেয়। তাতে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে সভায় সিদ্ধান্ত হয়, খাসজমির ডিসিআর কাটার আগেই ভূমি অফিস থেকে সরেজমিন জমির বর্তমান অবস্থা জেনে বন্দোবস্ত বা ডিসিআর দিতে হবে। এ ক্ষেত্রে ওই জমি কোনো ভূমিহীন কৃষক চাষাবাদ করে থাকলে ডিসিআর ওই ভূমিহীনকেই দিতে হবে।

ভাসানচরের জমি, যেখানে রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে, সে জমির জরিপকাজ সম্পন্ন করা হয়েছে বলে সভায় জানানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ভূমিসচিব আবদুল জলিল, বিভাগীয় কমিশনারসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।মন্তব্য