kalerkantho


খুলনা সিটি নির্বাচনে তিন কেন্দ্রে অনিয়ম

তদন্ত প্রতিবেদন দেরি হতে পারে

খুলনা অফিস   

২৫ মে, ২০১৮ ০০:০০খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের তিন কেন্দ্রে অনিয়মের অভিযোগের তদন্ত এখনো চলছে। নির্বাচন কমিশনের তিন সদস্যের তদন্তদল এ অনুসন্ধান চালাচ্ছে। তবে  নির্ধারিত সময়ে প্রতিবেদন দেওয়া নাও হতে পারে বলে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। এ জন্য তাঁদের বেশি সময় নিতে হবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ১৫ মে কেসিসি নির্বাচনের তিনটি কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। এ ছাড়া অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে নির্বাচনী অনিয়ম অনুসন্ধান শেষে ২৭ মের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।

নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব তদন্ত কমিটির প্রধান খোন্দকার মিজানুর রহমান বলেন, ‘দায়িত্ব পাওয়ার পর আমরা খুলনা এসে তদন্ত শুরু করি। গতকাল বৃহস্পতিবারও কাজ চলেছে। তদন্তের মাধ্যমে সংগৃহীত তথ্য প্রতিবেদন আকারে কমিশনে জমা দেওয়া হবে। তবে এ জন্য কমিশন নির্ধারিত সময় দুই দিন বাড়াতে হতে পারে। তারপর সিদ্ধান্ত কমিশনই নেবে।’

তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব ফরহাদ হোসেন ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব শাহ আলম।

কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বলেন, তিন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, দায়িত্বরত পুলিশ কর্মকর্তা, ওই ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়েছে। ২৪ ও ৩১ নম্বর ওয়ার্ডের তিনটি কেন্দ্রে ৩০ মে ফের ভোট হবে।মন্তব্য