kalerkantho


বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি

দুদকের সব মামলার তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক   

২৪ মে, ২০১৮ ০০:০০বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা সব (৫৬টি) মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। মামলার সব নথি ও সিডি নিয়ে আগামী ৩০ মে তাঁদের আদালতে হাজির হতে বলা হয়েছে। আইনে নির্ধারিত ১৮০ দিনের মধ্যে কেন মামলার তদন্ত সম্পন্ন হয়নি, সে বিষয়ে তাঁদের ব্যাখ্যা জানতে আদালত এই তদন্ত কর্মকর্তাদের তলব করেছেন। বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। বেসিক ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ফজলুস সোবহান, সীপার আহমেদসহ কয়েকজনের জামিন আবেদনের শুনানিকালে আদালত অসন্তোষ প্রকাশ করে এ আদেশ দেন। জামিন আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান, সৈয়দ মামুন মাহবুব ও ফজলুল হক। বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় ২০১৫ সালের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর রাজধানীর গুলশান, মতিঝিল ও পল্টন থানায় ১২০ জনের বিরুদ্ধে ৫৬টি মামলা করে দুদক। এসব মামলায় বেসিক ব্যাংকের ২৭ কর্মকর্তা ও ৮২ জন ঋণগ্রহীতাকে আসামি করা হয়।মন্তব্য