kalerkantho


কোস্ট গার্ডের জাহাজ ‘তাজউদ্দীন’ শুভেচ্ছা সফরে গেছে ভারত

নিজস্ব প্রতিবেদক   

২৩ মে, ২০১৮ ০০:০০বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর জাহাজ তাজউদ্দীন ভারতে শুভেচ্ছা সফরে গেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম সিজি বার্থ পতেঙ্গা থেকে ছেড়ে গেছে জাহাজটি। সফরকালে জাহাজটি ভারতের চেন্নাই ও বিশাখাপত্তম বন্দরে অবস্থান করবে।

কোস্ট গার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) আব্দুল্লাহ আল মারুফ জানান, ২০১৫ সালে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা  স্মারকের আলোকে প্রতি বছরেই উভয় দেশের কোস্ট গার্ডের জাহাজ দুই দেশে শুভেচ্ছা সফরে গমন করে আসছে। এই সময় কোস্ট গার্ড সদস্যদের প্রশিক্ষণ, সম্প্রীতি ও সমঝোতা বৃদ্ধি, যৌথ মহড়াসহ গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাধান্য দেওয়া হবে। ভারত সফরে এসওপিএ হিসেবে কমোডর বশির উদ্দিন আহম্মেদ ও জাহাজের অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন নাজমুল হাসানের নেতৃত্বে ১৪ জন কর্মকর্তা ও ১০৪ জন নাবিক অংশ নিচ্ছেন। জাহাজটি যাত্রা শুরুরকালে জোনাল কমান্ডার পূর্ব জোন ক্যাপ্টেন এম ওয়াসিম মাকসুদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সফর শেষে জাহাজটি আগামী ৪ জুন ফিরে আসবে।মন্তব্য