kalerkantho


বাগেরহাট-৩ উপনির্বাচন

আ.লীগের মনোনয়ন পেলেন হাবিবুন নাহার

নিজস্ব প্রতিবেদক   

২২ মে, ২০১৮ ০০:০০বাগেরহাট-৩ আসনে উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য হাবিবুন নাহার। গতকাল রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

হাবিবুন নাহার খুলনা সিটি করপোরেশনের সদ্য নির্বাচিত মেয়র আব্দুল খালেক তালুকদারের স্ত্রী। হাবিবুন নাহার নবম জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে জাতীয় সংসদ থেকে আব্দুল খালেক তালুকদার পদত্যাগ করলে বাগেরহাট-৩ আসনটি শূণ্য হয়। আগামী ২৬ জুন আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।মন্তব্য