kalerkantho


ডিবেট ফর ডেমোক্রেসি

দৃষ্টিপ্রতিবন্ধীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   

২০ মে, ২০১৮ ০০:০০প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, প্রতিবন্ধীরা রাষ্ট্রের বোঝা নয়। দৃষ্টি প্রতিবন্ধীসহ সব প্রতিবন্ধীদের উন্নয়ন ও সুরক্ষায় সরকার আন্তরিকভাবে কাজ করছে।

গতকাল শনিবার দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত এক বিতর্ক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। ‘যুক্তি আলোয় দেখি’ শীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ইডেন মহিলা কলেজের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের বক্তব্য শোনার পর মন্ত্রী ওই বিতর্ক প্রতিযোগিতায় পাঁচ লাখ টাকা অনুদান ঘোষণা করেন।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, মু. শাহ আলম চৌধুরী, অধ্যাপক রোকেয়া পারভীন জুঁই, সাংবাদিক ফারিয়া হোসেন ও ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন।মন্তব্য