kalerkantho


যানজটে নাকাল নারায়ণগঞ্জবাসীর পাশে ছাত্রলীগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১৬ মে, ২০১৮ ০০:০০নারায়ণগঞ্জে যানজটে অসহনীয় দুর্ভোগে পড়েছে নগরবাসী। কয়েক মাস ধরে চলা এ পরিস্থিতি উত্তরণে এগিয়ে এসেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার তারা নগরীর রাস্তায় নেমে ট্রাফিক ব্যবস্থা সচলের চেষ্টা করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে নগরীর আটটি পয়েন্টে অবস্থান নিয়ে যানজট নিরসনে কাজ শুরু করে জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। অনেককে দেখা গেছে অতিরিক্ত মালবাহী ভ্যান বা রিকশা ঠেলে দিচ্ছে। এভাবে ধীরে ধীরে বিভিন্ন যানবাহন শৃঙ্খলার মধ্যে আসতে শুরু করে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিয়ম লঙ্ঘন করে বেশ কিছু ট্রাক শহরে প্রবেশ করে। দুপুরে বঙ্গবন্ধু সড়ক দিয়ে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের গাড়ি যাওয়ার সময় বিষয়টি তাঁকে জানানো হয়।

শামীম ওসমান সাংবাদিকদের বলেন, ‘ছাত্রলীগের এই মহতী উদ্যোগ বানচাল করতেই কারো ইশারায় হঠাৎ শহরে শত শত ট্রাক প্রবেশ করানো হয়েছে। যারা এসব ট্রাক থেকে চাঁদা তুলে খায়, ছাত্রলীগের নয়া কমিটি নিয়ে যাদের গায়ে জ্বালা ধরেছে, তারাই এই কাজ করেছে।’

এ বিষয়ে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি চন্দন শীল বলেন, ‘ছাত্রলীগের এই ব্যতিক্রমী উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। সারা দেশের কথা বলব না। তবে এটুকু বলব, নারায়ণগঞ্জে ছাত্রলীগ অবশ্যই একটু ব্যতিক্রম।’

চাষাঢ়া এলাকায় ট্রাফিক ব্যবস্থা নিয়ে কাজ করার সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল বলেন, ‘যানজটের অন্যতম প্রধান কারণ অবৈধ গাড়ি পার্কিং। শহরের ৯৮ শতাংশ বহুতল ভবনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। এমনকি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নিজস্ব বহুতল ভবনেও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। ফলে শহরের প্রধান সড়কের দুই পাশে ভবনগুলোর সামনে গাড়ি পার্ক করে রাখায় যানজট সৃষ্টি হচ্ছে।’

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি বলেন, শুধু যানজট নিরসন নয়, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ গরিব ও দুস্থদের পাশে সব সময় দাঁড়িয়েছে। বস্তিবাসীদের লেখাপড়ার জন্য স্কুল তৈরি, বন্যার্ত ও শীতার্তদের পাশে দাঁড়ানো, রক্তদান কর্মসূচি, গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন কর্মসূচি এরই মধ্যে বাস্তবায়িত হয়েছে।

 মন্তব্য