kalerkantho


নোটিশ বোর্ড

শান্ত-মারিয়ামে ভর্তি মেলা

১৬ মে, ২০১৮ ০০:০০শান্ত-মারিয়ামে ভর্তি মেলা

ভর্তীচ্ছুু শিক্ষার্থীদের সহায়তায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে শুরু হয়েছে ভর্তি মেলা (অ্যাডমিশন ফেয়ার)। গত সোমবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে ২৩ মে (বুধবার) পর্যন্ত। মেলায় ভর্তীচ্ছুুদের জন্য ৫০ শতাংশ অ্যাডমিশন ফি ও ১০ শতাংশ টিউশন ফি ওয়েভার থাকছে। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে আছে শতভাগ স্কলারশিপের ব্যবস্থা। এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে তিনটি ফ্যাকাল্টি—ডিজাইন অ্যান্ড টেকনোলজি, ম্যানেজমেন্ট অ্যান্ড জেনারেল স্টাডিজ ও ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টস। তিনটি ফ্যাকাল্টির অধীনে ১৮টি বিভাগে সামার সেমিস্টারে ভর্তি চলছে। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য