kalerkantho


শেখ হাসিনার নামে হচ্ছে পায়রা-রজপাড়া সংযোগ সড়ক

নিজস্ব প্রতিবেদক   

১৬ মে, ২০১৮ ০০:০০প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হচ্ছে চার লেনের পায়রা-রজপাড়া সংযোগ সড়ক। চলতি বছরের শেষ দিকে এই সড়কের কাজ শেষ হবে। পায়রা বন্দরমুখী এ সড়কের কাজ এরই মধ্যে ৪৫ শতাংশ শেষ হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর-উত্তম) এমপি এ তথ্য জানিয়েছেন। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন কমিটির সদস্য এম আব্দুল লতিফ, রণজিৎ কুমার রায়, মো. আনোয়ারুল আজীম (আনার), মমতাজ বেগম, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন প্রমুখ।
বৈঠকে পায়রা সমুদ্রবন্দর উন্নয়নের অগ্রগতি নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বলা হয়, বন্দরের উন্নয়ন কার্যক্রম কাজ শুরু হয়েছে ২০১৫ সালে। এ পর্যন্ত ৪৯.৯৭ শতাংশ কাজ শেষ হয়েছে।

 মন্তব্য