kalerkantho


নান্দাইলে মহিলা আওয়ামী লীগের সভাস্থলে হামলা

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১৬ মে, ২০১৮ ০০:০০ময়মনসিংহের নান্দাইলের পাঁচরুখি মৌলভীবাজারে পূর্ব নির্ধারিত মহিলা আওয়ামী লীগের সভাস্থলে হামলা চালিয়েছে একটি পক্ষ। তারা দা, রামদা ও লাঠিসোঁটা নিয়ে সমাবেশ শুরুর আগেই চেয়ার-টেবিল ও একটি গেট কুপিয়ে তছনছ করে। ফলে সমাবেশটি পণ্ড হয়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার ১২টি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে ধারাবাহিকভাবে আওয়ামী মহিলা লীগের সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে। এই অবস্থায় উপজেলার ১০ নম্বর শেরপুর ইউনিয়নের সম্মেলনটি হওয়ার কথা ছিল। হামলায় যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাদল, শ্যামল ও ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক মোবারক হোসেনসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

শেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এ এইচ এম ইয়াহিয়া সুমন জানান, বিএনপিকে সঙ্গে নিয়ে কালাম ও টিটু বিনা কারণে এ ধরনের ঘটনা ঘটিয়েছে।

 মন্তব্য