kalerkantho


রংপুরের সেই শিক্ষা কর্মকর্তা রিমান্ডে

রংপুর অফিস   

২৭ এপ্রিল, ২০১৮ ০০:০০রংপুরে ঘুষ নেওয়ার সময় আটক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ডিডি) সিরাজুল ইসলামকে রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর পাঁচ দিনের রিমান্ড চান দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোজাহার আলী সরদার। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক সিরাজুল ইসলাম ঠাকুরগাঁওয়ের এক শিক্ষিকাকে অন্য বিদ্যালয়ে বদলির আশ্বাস দিয়ে নিজ কার্যালয়ে ডেকে নেন। এরপর ৬০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে আটক করেন দুদকের কর্মকর্তারা।মন্তব্য