kalerkantho


পিকআপ ভ্যানের ধাক্কায় যুবলীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক   

২৬ এপ্রিল, ২০১৮ ০০:০০রাজধানীর কলাবাগানে পিকআপ ভ্যানের ধাক্কায় কেন্দ্রীয় যুবলীগের সদস্য শিশির মিঞা (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেকজন। গত মঙ্গলবার রাত ২টায় গ্রীন লাইফ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

পুলিশ জানায়, রাতে কয়েকজন বন্ধুসহ শিশির রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। তখন একটি পিকআপ ভ্যান হর্ন দিলে তাঁরা সরেননি। এ অবস্থায় চালক তাঁদের ধাক্কা দিয়ে চলে যায়। শিশির ও খলিলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশিরকে মৃত ঘোষণা করেন।মন্তব্য