kalerkantho


অর্থ আত্মসাৎ মামলায় কীর্তনখোলা লঞ্চ মালিকসহ আটক ৩

বরিশাল অফিস    

২৬ এপ্রিল, ২০১৮ ০০:০০বরিশালে অর্থ আত্মসাৎ মামলায় র্কীতনখোলা লঞ্চের মালিক মো. মঞ্জুরুল আহসান ফেরদৌসসহ তিনজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর বটতলা নবগ্রামরোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত অন্য দুই ব্যাংক কর্মকর্তা হলেন, ঢাকা ব্যাংক বরিশাল শাখায় কর্মরত এফভিপি ও ম্যানেজার ইনচার্জ কাজী জাফর হাসান, এসপিও ও ক্রেডিট ইনচার্জ মো. হাসান আলী।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন বরিশাল জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা  আবদুস সবুর জানান, ২০১৩ সালের ৬ আগষ্ট ঢাকা ব্যাংকের বরিশাল শাখার তৎকালীন ম্যানেজার মো. আব্দুল মালেক হাওলাদার বাদী হয়ে ২ জনের বিরুদ্ধে ৫ কোটি ২৪ লাখ ৯৮ হাজার ৭৮০ টাকা আত্মসাতের একটি মামলা দায়ের করেন।

যেখানে  মো. মঞ্জুরুল আহসান ফেরদৌসের বিরুদ্ধে ২ কোটি ২৪ লাখ ৫০ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। দুদক মামলায় তদন্তে নামে টাকা আত্মসাতের ঘটনায় ঢাকা ব্যাংকের ৫ কর্মকর্তাসহ ১২ জনের সম্পৃক্ত থাকার বিষয়টি খুঁজে পায়। গতকাল রাতে গ্রেফতারকৃতদের কোতয়ালী মডেল থানায় হতান্তর করা হয়েছে।মন্তব্য