kalerkantho


সাংবাদিক আব্দুল্লাহ আল মনসুরের কুলখানি আজ

কিশোরগঞ্জ প্রতিনিধি    

২৬ এপ্রিল, ২০১৮ ০০:০০সাংবাদিক আব্দুল্লাহ আল মনসুরের কুলখানি আজ

কালের কণ্ঠ’র ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রয়াত আব্দুল্লাহ আল মনসুরের কুলখানি আজ অনুষ্ঠিত হবে। বাদ আসর ভৈরব শহরের ভৈরবপুর দক্ষিণপাড়ায় প্রয়াতের নিজ বাসভবনে এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মনসুরের বড় ভাই কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন। কুলখানিতে প্রয়াত মনসুরের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এদিকে গতকাল বুধবার বাদ মাগরিব ভৈরব প্রেস ক্লাবের পক্ষ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিকসহ শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার আব্দুল্লাহ আল মনসুর ভৈরবের আল শেফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, দুই মেয়ে, দুই ভাই, তিন বোনসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। বেশ কয়েক বছর ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন উপজেলার ভৈরবপুর দক্ষিণপাড়ার মৃত হাসিম মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মনসুুর।মন্তব্য