kalerkantho


খুলনা সিটি নির্বাচন

খালেক ও মঞ্জুর অভিযোগের ব্যাখ্যা চেয়েছে ইসি

নিজস্ব প্রতিবেদক, খুলনা   

২৩ এপ্রিল, ২০১৮ ০০:০০খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আচরণবিধি-৫ লঙ্ঘনের অভিযোগে জেলা নির্বাচন কমিশন গতকাল রবিবার আওয়ামী লীগ ও বিএনপির মেয়র পদপ্রার্থীর কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে একটি অভিযোগ করেন। অন্যদিকে নজরুল ইসলাম মঞ্জু তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে তিনটি অভিযোগ করেন। প্রমাণ হিসেবে স্থানীয় দুটি পত্রিকায় প্রকাশিত সংবাদের অংশ সংযুক্ত করা হয়। অভিযোগ মতে, নির্বাচনে প্রতীক পাওয়ার আগেই তাঁরা নৌকা ও ধানের শীষ প্রতীক ব্যবহার করে নির্বাচনী প্রচার চালিয়েছেন, যা নির্বাচনী বিধি-৫ লঙ্ঘনের শামিল। তাঁদের বিরুদ্ধে কেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ গঠন করা হবে না তা জানতে চেয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।  এদিকে নির্বাচনী আচরণবিধি-৫ লঙ্ঘন করে দলীয় প্রতীক ব্যবহার করার অভিযোগ থেকে ক্ষমা চেয়ে রেহাই পেয়েছেন ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী। নির্বাচন অফিস সূত্রে বলা হয়েছে, ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. শামসুজ্জামান মিয়া স্বপন প্রতীক বরাদ্দের আগেই প্রচার-প্রচারণা শুরু করেন। প্রচারকালে তিনি দলীয় প্রতীক ব্যানারে ব্যবহার করেন। বিষয়টি নিয়ে অভিযোগ উঠলে লিখিতভাবে ক্ষমা চেয়ে তিনি নিষ্কৃতি পান।মন্তব্য