kalerkantho


পাবনায় মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের মাঝে আট হাজার ফ্ল্যাট বিতরণ এ বছরই

পাবনা প্রতিনিধি   

২০ এপ্রিল, ২০১৮ ০০:০০মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, চলতি বাজেটে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো হবে। এ ছাড়া চলতি বছরই বিনা মূল্যে আট হাজার ফ্ল্যাট বিতরণ করা হবে মুক্তিযোদ্ধাদের মধ্যে। গতকাল বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা জানান।

শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ আয়োজন করা হয়। সেখানে মন্ত্রী বলেন, ‘পহেলা বৈশাখে মুক্তিযোদ্ধাদের উৎসব-ভাতা প্রদানসহ মহান স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসে শুধু মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ ভাতা প্রচলনের জন্য সরকার চিন্তাভাবনা করছে। মুক্তিযোদ্ধার সন্তান ও পোষ্যদের কোটার ব্যাপারে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।’মন্তব্য