kalerkantho


৩৯তম বিশেষ বিসিএসের জন্য হেল্প লাইন চালু

নিজস্ব প্রতিবেদক   

১৬ এপ্রিল, ২০১৮ ০০:০০৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার আবেদনে ভুলভ্রান্তি এড়াতে হেল্প লাইন চালু করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। হেল্প লাইনে তথ্য জানতে চারটি টেলিটক মোবাইল নম্বর যুক্ত করা হয়েছে। নম্বরগুলো হচ্ছে : ০১৫৫৫-৫৫৫১৪৯, ০১৫৫৫-৫৫৫১৫০, ০১৫৫৫-৫৫৫১৫১ এবং ০১৫৫৫-৫৫৫১৫২। এসব নম্বরে ফোন করে দিকনির্দেশনা পাওয়া যাবে। গতকাল রবিবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

স্বাস্থ্য ক্যাডারে চার হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগ দিতে ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। ১০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে ওই বিশেষ বিসিএস পরীক্ষার আবেদন কার্যক্রম। আবেদন কার্যক্রমে ভুলভ্রান্তি এড়াতে এ হেল্প লাইন চালু করা হয়েছে। এসব হেল্প লাইনে আবেদন কার্যক্রম চালাকালে কল করে প্রার্থীরা আবেদনসংক্রান্ত তথ্য জানতে পারবেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হেল্প লাইনে তথ্য দেওয়া হবে।মন্তব্য