kalerkantho


জবি ছাত্রী রুবিনা পাচ্ছেন কৃত্রিম পা

নিজস্ব প্রতিবেদক   

১৬ এপ্রিল, ২০১৮ ০০:০০জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রুবিনা আক্তার গত ২৮ জানুয়ারি কমলাপুর রেলস্টেশনে ট্রেন ইঞ্জিনের নিচে পড়ে দুই পা হারান। তখন থেকেই তিনি ভর্তি আছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। গতকাল রবিবার সন্ধ্যায় টঙ্গীতে রেল দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। এ সময় তিনি রুবিনা আক্তারকেও দেখে আসেন। তখন কৃত্রিম পায়ের জন্য রুবিনার হাতে আড়াই লাখ টাকার চেক তুলে দেন। এ ছাড়া রুবিনার পরিবারকে আরো ৫০ হাজার টাকা দেন তিনি।

রেলমন্ত্রী সাংবাদিকদের জানান, রুবিনা আক্তারের কৃত্রিম পা সংযোজন করা হবে। তিনি বলেন, ‘রুবিনাকে কৃত্রিম পায়ের জন্য আমরা অনুদান দিয়েছি। সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) তাকে কৃত্রিম পা পরানো হবে। সেখানে হাঁটার বিষয়েও তাকে কয়েক দিন প্রশিক্ষণ দেওয়া হবে।’মন্তব্য