kalerkantho


প্রকৌশলী নাজমুল কারাগারে

নিজস্ব প্রতিবেদক   

১৬ এপ্রিল, ২০১৮ ০০:০০নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এস এম নাজমুল হককে কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার পাঁচ লাখ টাকা ঘুষসহ গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। এরপর জামিন আবেদন করা হলে শুক্রবার তা নামঞ্জুর করে কারাগারে

পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

সূত্র জানায়, নতুন নৌযানের নামকরণের অনাপত্তি ও মেসাস সৈয়দ শিপিং লাইনসের এমভি প্রিন্স অব সোহাগ নামীয় যাত্রীবাহী নৌযানের রিসিভ নকশা অনুমোদনের জন্য ১৫ লাখ টাকা ঘুষ দাবি করেন নাজমুল। প্রথম দফায় পাঁচ লাখ টাকা নেন। বিষয়টি অবগত হয়ে দুর্নীতি দমন কমিশন ফাঁদ পেতে হাতেনাতে ধরে ফেলে নাজমুলকে। তখন তিনি সেগুনবাগিচার একটি রেস্তোরাঁয় দ্বিতীয় কিস্তির পাঁচ লাখ টাকা নিচ্ছিলেন। এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এর সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় মামলা করেন। এ মামলায় জামিন শুনানির জন্য শুক্রবার তাঁকে আদালতে হাজির করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুব্রত ঘোষ শুভ শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন ও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 মন্তব্য