kalerkantho


আদ্-দ্বীনের ডেন্টাল বিভাগের ১৫ বছর পূর্তি উদ্‌যাপন

১৬ এপ্রিল, ২০১৮ ০০:০০সেবা নেওয়া রোগীদের স্মৃতিচারণা, কেক কাটা ও র‌্যাফেল ড্রর মাধ্যমে ১৫ বছর পূর্তি উদ্‌যাপন করেছে আদ্-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডেন্টাল বিভাগ। গতকাল রবিবার সকালে কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেডিক্যাল কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ডা. আফিকুর রহমান। বক্তব্য দেন আদ্-দ্বীন মেডিক্যাল কলেজগুলোর পরিচালক ডা. মো. তরিকুল ইসলাম, পরিচালক (মেডিক্যাল এডুকেশন) ডা. আনোয়ার হোসেন মুন্সি। সেবা নেওয়া রোগীদের মধ্যে বক্তব্য দেন আবুল হাশিম, সায়মা পারভিন, সাদাত খান মজলিস ও নাদিরা বেগম।

অনুষ্ঠানে ডেন্টাল বিভাগের ওপর তথ্যচিত্র তুলে ধরেন ও সবাইকে ধন্যবাদ দেন বিভাগীয় প্রধান ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন হাসপাতালের পরিচালক ডা. নাহিদ ইয়াসমিন। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য