kalerkantho


সুজাতাকে সম্মাননা দিল ‘বাংলাদেশ প্রতিদিন পরিবার’

নিজস্ব প্রতিবেদক   

১৬ এপ্রিল, ২০১৮ ০০:০০সুজাতাকে সম্মাননা দিল ‘বাংলাদেশ প্রতিদিন পরিবার’

অভিনেত্রী সুজাতার হাতে গতকাল সম্মাননার চেক তুলে দেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। ছবি : কালের কণ্ঠ

বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সুজাতাকে সম্মাননা দিয়েছে ‘বাংলাদেশ প্রতিদিন পরিবার’। সম্মাননার অংশ হিসেবে গতকাল রবিবার আনুষ্ঠানিকভাবে এই অভিনেত্রীর হাতে এক লাখ টাকার চেক তুলে দেন পত্রিকার সম্পাদক নঈম নিজাম।

রাজধানীর বসুন্ধরা এলাকায় বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। সেখানে সুজাতাকে বাংলাদেশ প্রতিদিন পরিবারের একজন সদস্য ঘোষণা করেন নঈম নিজাম।

সম্মাননাপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে সুজাতা বলেন, ‘বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মতো দেশের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় একটি পত্রিকার পরিবারের সদস্য হতে পেরে আমি গর্বিত। আমি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের বিজ্ঞাপন বিভাগের উপদেষ্টা খন্দকার কামরুল হক শামীম, জিএম মো. মাসুদুর রহমান, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের হিসাব বিভাগের ডিজিএম এস এম মেহেদী হাসান, এজিএম আব্দুল মান্নান, ম্যানেজার মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৬৫ সালে সালাউদ্দীন পরিচালিত ‘রূপবান’ ছবিতে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান সুজাতা। সুজাতা অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘অশ্রু দিয়ে লেখা’, ‘অবুঝ মন’, ‘ধারাপাত’, ‘দুই দিগন্ত’, ‘প্রতিনিধি’, ‘টাকার খেলা’, ‘অর্পণ’ ও ‘এখানে আকাশ নীল’।মন্তব্য