kalerkantho


বাংলাদেশ নারী প্রকাশক সমিতির আত্মপ্রকাশ

২৩ মার্চ, ২০১৮ ০০:০০নারী প্রকাশকদের সার্বিক কল্যাণের লক্ষ্যে বাংলাদেশ নারী প্রকাশক সমিতি (বানাপ্রস) গঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ধানমণ্ডির য়ারোয়া বুক কর্নার কার্যালয়ে নারী প্রকাশকদের এক সভায় সংগঠনটি আত্মপ্রকাশ করে। য়ারোয়া বুক কর্নারের প্রকাশক জান্নাতুন নিসাকে আহ্বায়ক এবং বর্ণবইয়ের প্রকাশক শাহীনা আক্তারকে সদস্যসচিব করে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য