kalerkantho


আইপিইউ সম্মেলন

মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক    

২৩ মার্চ, ২০১৮ ০০:০০ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৮তম সম্মেলনে যোগ দিতে একটি সংসদীয় প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে এই দলে ১৩ জন সংসদ সদস্য এবং পাঁচজন সহায়ক কর্মকর্তা রয়েছেন।

সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা জানিয়েছে, আজ ২৩ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত জেনেভায় এই সম্মেলনটি চলবে। এই সম্মেলনে মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়টি সংসদীয় প্রতিনিধিদল জোরালোভাবে তুলে ধরবে। মিয়ানমারের ওপর চাপ বাড়াতে আইপিইউর দেশগুলোকে আহ্বান জানানোর প্রস্তুতি রয়েছে।

প্রতিনিধিদলে আছেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ, এ বি এম ফজলে করিম চৌধুরী, ডা. দীপু মনি, মো. হাবিবে মিল্লাত, এইচ এম ইব্রাহীম, ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, মাহফুজুর রহমান, নাজিম উদ্দিন আহমেদ, মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহহাব, এ কে এম রেজাউল করিম তানসেন ও বেগম রওশন আরা মান্নান এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আব্দুর রব হাওলাদার, যুগ্ম সচিব বেগম ছুমিয়া খানম, উপসচিব মো. রফিকুল ইসলাম, প্রধান হুইপের একান্ত সচিব মো. আকবর হোসেন ও সহকারী বিতর্ক সম্পাদক মো. মাহাবুবুর রহমান।মন্তব্য