kalerkantho


আবার সময় বাড়ল হজযাত্রী নিবন্ধনের

নিজস্ব প্রতিবেদক    

২৩ মার্চ, ২০১৮ ০০:০০চলতি বছরের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম আগামী ১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো নিবন্ধনের সময় বাড়াল ধর্ম মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রীদের নিবন্ধনের কার্যক্রম গতকাল বৃহস্পতিবার পর্যন্ত নির্ধারিত ছিল। তবে এখনো অনেকের নিবন্ধন বাকি থাকায় ও সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে নিবন্ধনের সময়সীমা ১০ দিন বৃদ্ধি করা হয়েছে।

এদিকে মন্ত্রণালয়ের নিবন্ধন সার্ভার সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনায় ৭৬ হাজার ৩৮৮ ও সরকারিভাবে পাঁচ হাজার ৮৩৮ জন হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন হয়।মন্তব্য