চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের বহরম মোড়ে অবস্থিত ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেলে ২৩টি ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (ওসি) মনজুর রহমান জানান, ককটেল মজুদের গোপন খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে বহরম মোড়ে অবস্থিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা পাঁচটি ব্যাগ থেকে লাল ও কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ২৩টি ককটেল পাওয়া যায়। অভিযানের সময় কার্যালয় খোলা থাকলেও কেউ সেখানে ছিলেন না।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান ও ইকবাল হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসীন আলী ঘটনাস্থলে যান। এ ঘটনায় পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের