kalerkantho


চাঁপাইনবাবগঞ্জে আ. লীগ কার্যালয় থেকে ২৩ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   

২৩ মার্চ, ২০১৮ ০০:০০চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের বহরম মোড়ে অবস্থিত ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেলে ২৩টি ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (ওসি) মনজুর রহমান জানান, ককটেল মজুদের গোপন খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে বহরম মোড়ে অবস্থিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা পাঁচটি ব্যাগ থেকে লাল ও কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ২৩টি ককটেল পাওয়া যায়। অভিযানের সময় কার্যালয় খোলা থাকলেও কেউ সেখানে ছিলেন না। 

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান ও ইকবাল হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসীন আলী ঘটনাস্থলে যান। এ ঘটনায় পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।মন্তব্য